মুন্সীগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ সাইফুলের সন্ধান চেয়ে মানববন্ধন

Sanchoy Biswas
মুন্সীগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৮:০৯ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
মুন্সীগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ সাইফুলের সন্ধান চেয়ে মানববন্ধন। ছবিঃ সংগৃহীত
মুন্সীগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ সাইফুলের সন্ধান চেয়ে মানববন্ধন। ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ মো. সাইফুল ইসলাম লিখনের সন্ধান ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার দাবিতে মানববন্ধন হয়েছে স্বজনরা। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে কামারখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?

মানববন্ধনে বক্তারা, নিখোঁজ সাইফুল ইসলামের সন্ধান পেতে পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সহযোগিতা কামনা করেন। 

মানববন্ধনে সাইফুল ইসলাম লিখনের ভাই বাবু হাওলাদার বলেন, আমার ভাই লিখন গত ৬ ফেব্রুয়ারি সকালে ঢাকার ওয়ারীর বাসা থেকে মুন্সীগঞ্জ সদরে বন্ধুর বাড়িতে দেখা করতে আসে। আসার সময় ভাই সদরের ইসলামপুর এলাকায় বন্ধু সাদ্দাম হোসেন সম্রাটের সাথে দেখা করবে বলে আসে। পরে রাত ১১ টার দিকে আমার ভাইকে তার মোবাইল নম্বরে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে খোঁজাখুঁজি করে না পেয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। 

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নিখোঁজ সাইফুল ইসলামের বাবা মো. দুলাল হাওলাদার, আমেনা আক্তার মিতু, মিঠু হাওলাদার, ইকবাল হালদার, অপু হালদার, রাসেল হালদার, সুমন হাওলাদার, ফাতেমা বেগম, শহিদ হাওলাদার ও রাজিব হাওলাদারসহ আরো অনেকে।