নারায়ণগঞ্জে ডেভিল হান্ট অভিযান চালিয়ে চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

Any Akter
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১১:৫২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান (৬২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশা এলাকার মৃত হারেজ আলী প্রধানের ছেলে।অপরদিকে মদনপুর ইউনিয়ন যুবলীগ নেতা আলী আজগর ভূইয়া (৩৫)কে তার বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। যুবলীগ নেতা আলী আজগর ভূইয়া গত ৩ই আগষ্ট ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসষ্ট্যান্ডে ছাত্র জনতার উপর সরাসরি আক্রমণ করে।

রোববার (১৬ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে সুরুজজ্জামাল টাওয়ারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের নির্দেশে ছাত্র জনতার উপর হামলা চালানোর অপরাধে দেলোয়ার চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার প্রধান ছিলেন নারায়নগঞ্জের ওসমান পরিবারের দোসর।

আরও পড়ুন: ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত দেলোয়ার প্রধান ও আলী আজগর ভূইয়া দুজনেই থানা হাজতে আটক আছে।