যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচদিন বন্ধের পর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু

Sanchoy Biswas
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৮:১১ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে লাগাতার পাঁচদিন বন্ধের পর আবারো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট থেকে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। যদিও ১নং ইউনিটটি ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন হলেও বিদ্যুৎ উৎপাদন হবে প্রতিদিন গড়ে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ।

আরও পড়ুন: শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত, লোকসানের মুখে ব্যবসায়ীরা

তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন করা হয়। কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রর তিনটি ইউনিটে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এরমধ্যে ১ নং ও ২ নং ইউনিট মিলে মোট বিদুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে ২৫০ মেগাওয়াট। ৩ নং ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন।

এদিকে ২নং ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। শুধুমাত্র সচল ছিল ১নং ও ৩নং ইউনিট। যা থেকে প্রতিদিন প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রীডে যোগ হতো। যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩নং ইউনিট বন্ধ করে দেয়া হয়। শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনে ছিল ১নং ইউনিটটি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেই ১নং ইউনিটিরও বয়লারের পাইপ লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে পরদিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ১নং ইউনিটটিও বন্ধ করা হয়। এতে করে বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটই অচল হয়ে পড়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। বিদুৎ কেন্দ্রটি পাঁচদিন পুরোপুরি উৎপাদন বন্ধ থাকার পর মেরামত শেষে শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে উৎপাদন শুরু করা হয়েছে।

আরও পড়ুন: জিম্মি করে মুক্তিপন আদয়ের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৫

১নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ১নং ইউনিটের বয়লারের পাইপ লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ১নং ইউনিটটি বন্ধ করা হয়। এর আগে (১৫ ফেব্রুয়ারি) যান্ত্রিক ত্রুটির কারণে ৩নং ইউনিটটিও বন্ধ করে দেওয়া হয়। যা এখনও বন্ধ রয়েছে। তবে ১নং ইউনিটের মেরামত শেষে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। তবে ৩নং ইউনিটও চালুর জন্য প্রয়োজনীয় মেরামত কাজ চলছে। দ্রুতই সেটিও চালু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।