সাভারে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

সাভারের আশুলিয়ার ডাকাতির প্রস্তুতি কালে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে আশুলিয়ার নয়ারহাট এলাকায় কবরস্থানের পাশে ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রসহ ৫জন ডাকাতকে গ্রেপ্তার করেছেন। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাইনিজ কোরাল, কাটারসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
গ্রেপ্তারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য দীর্ঘদিন যাবত ঢাকা জেলা ও আশেপাশে এলাকাগুলোতে ডাকাতি করে আসছিল।
সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর।
আরও পড়ুন: পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
তিনি বলেন, এ সময় সাভারের আনন্দপুরে ৮ লক্ষ ৭০ হাজার টাকা চুরি যাওয়ার অপর একটি ঘটনায় ইদ্রিস খান, নামে একজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ, এ সময় তার কাছ থেকে সাত লক্ষ টাকা উদ্ধার করা হয়।