ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৫ | আপডেট: ১১:৫৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।সোমবার (৩ মার্চ) রাত পৌনে ১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর নাম মো. রিফাত (১৮)। তিনি কামরাঙ্গীরচর মাতবর বাজার এলাকার বশির আহমেদ বাচ্চু মিয়ার ছেলে ও আজিমপুর রায়হান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহত রিফাতের সহপাঠী মো. নিবিড় বলেন, গত রাতে রিফাতের মোটরসাইকেলে করে আমরা মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলাম। এ সময় রিফাত নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। পথে আব্দুল্লাহপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আমি সামান্য আহত হলেও গুরুতর আহত হয় রিফাত। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান রিফাত আর বেঁচে নেই।

আরও পড়ুন: মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, গত রাতে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।