ময়মনসিংহ এলজিইডি থেকে প্রকৌশলী ছোহরাব আলীর পলায়ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ ছোহরাব আলী গত শনিবার দায়িত্ব হস্তন্তর করেছেন ! চলতি দায়িত্বে পদোন্নতির পর থেকে ছোরহাব আলী ময়মনসিংহের দায়িত্ব পালন করে আসছিলেন।
সূত্র জানায়, এলজিইডি’তে পদোন্নতি প্রক্রিয়ায় জটিলতার কারণে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদসহ অন্যান্য পদে লোকবলের ব্যাপক সংকট সৃষ্টি হওয়ায় অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের সদর দপ্তরে একাধিক দায়িত্ব দেয়া হয়। ছোরহাব আলীকে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বের পাশাপাশি সদর দপ্তরে নগর ব্যবস্থাপনা ইউনিট এবং মানব সম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রন ও পরিবেশ ইউনিটের দায়িত্ব দেয়া হয়।
আরও পড়ুন: ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ আটক ৩
মোঃ ছোহরাব আলী চাকরি জীবনে ময়মনসিংহ সহ আশপাশের জেলাগুলোতে বেশির ভাগ সময় চাকরি করেন। বর্তমানে তিনি এলজিইডির সবচেয়ে বড় প্রকল্প প্রাথমিক শিক্ষা কর্মসূচি-৪(পিইডপি-৪) প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: ভারতীয় চোরাচালান ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ