শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Sanchoy Biswas
শেরপুর সংবাদদাতা
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৫ | আপডেট: ৫:২২ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে নারী ও শিশুনির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্টিফেন মারাককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৯মার্চ) তাকে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়ম নগর বারোয়ামারি নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্টিফেন মারাক একই এলাকার উপেন্দ্র চিরানের ছেলে। 

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

পুলিশ জানায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর বারোয়ামারি এলাকার উপেন্দ্র চিরানের ছেলে স্টিফেন মারাকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গত ৫ বছর আগে যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালত। আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যায় স্টিফেন মারাক। মাঝেমধ্যে অতিগোপনে নিজ বাড়িতেও যাতায়াত করতো। পরে গোপনে সংবাদ পেয়ে বুধবার দুপুরে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে স্টিফেন মারাককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি স্টিফেন মারাককে গ্রেফতারের পর বুধবার বিকেলেই আদালতে সোপর্দ করা হয়েছে। 

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন