চরভদ্রাসন সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

Sanchoy Biswas
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
চরভদ্রাসন সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান। ছবিঃ সংগৃহীত
চরভদ্রাসন সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান। ছবিঃ সংগৃহীত

নানা অনিয়মের অভিযোগে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বেলা ১১টার দিকে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-সহকারী পরিচালক মো. কামরুল হাসানের নেতৃত্বে একটি দল।

আরও পড়ুন: চাঁদাবাজি নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাহিনী

অভিযানকালে সিটিজেন চার্টার না থাকাসহ নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়। সেগুলো পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন কমিশন বরাবর পাঠানো হবে বলে জানান দুদক কর্মকর্তা।

দুদক, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-সহকারী পরিচালক মো. কামরুল হাসান জানান, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক চরভদ্রাসন উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সিটিজেন চার্টার পাওয়া যায়নি। এছাড়া অনিয়মের কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন কমিশন বরাবর পাঠানো হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দুদক কর্মকর্তা।

আরও পড়ুন: আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ