নোবিপ্রবি
নোয়াখালীতে পুকুরে একসঙ্গে ছাত্র-ছাত্রীদের গোসল, ছবি ভাইরাল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পুকুরে একসঙ্গে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ছড়িয়ে পড়া নিয়ে তুলকালাম শুরু হয়েছে। পরে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে সবাইকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: বৃষ্টির অজুহাতে সেতু নির্মাণ কাজ বন্ধ, লাপাত্তা ঠিকাদার
জানা গেছে, সম্প্রতি ‘নীল দিঘি’ নামে পরিচিত বিশ্ববিদ্যালয়ের পুকুরটিতে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসল করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে প্রথমে তদন্ত কমিটি গঠনের কথা বলা হলেও বিশ্ববিদ্যালয়ের বিধিমালায় এ নিয়ে কিছু বলা হয়নি। পরে সকলের অবগতির জন্য সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: আসামির স্থলে ছবি প্রকাশে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন