শ্রমিক দলের মোহাম্মদপুর এবং ভাটারা থানার কার্যক্রম স্থগিত

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ন, ০২ মে ২০২৫ | আপডেট: ৭:০৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা ও সদস্য সচিব কামরুল জামানের সিদ্ধান্ত মোতাবেক মোহাম্মদপুর থানা এবং ভাটারা থানা শ্রমিক দলের আহবায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শুক্রবার ঢাকা মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) মোসলেহ উদ্দিন বাবলু পণ্ডিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 

আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) উপলক্ষে শ্রমিক দল কর্তৃক আয়োজিত শ্রমিক জনতার সমাবেশ (নয়া পল্টন বিএনপি কার্যালয়ের সামনে) ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিদ্ধান্ত পালন না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মোহাম্মদপুর থানা এবং ভাটারা থানা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত উক্ত দুই থানার আহবায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রম করিতে পারবে না।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১