পায়রা সেতু টোলপ্লাজায় ২ ডাকাত আটক

Sadek Ali
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ১৪ মে ২০২৫ | আপডেট: ১:৪৯ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালী’র দুমকিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের পায়রা সেতু টোলপ্লাজায় আন্তঃজেলা ডাকাত দলের ২সদস্য আটক।

মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় এএসআই ফরিদ এর নেতৃত্বে নিয়মিত টহল পুলিশ এ ডাকাতদের আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলেন মো: আল আমিন (৪২) পিতা: বারেক দূয়ারী, গুলবাগ, বাউফল, পটুয়াখালী। আল আমিন তারেক (৪৩) পিতা: কাশেম, মেরকুঠি, নবীনগর, ব্রাক্ষ্মনবাড়িয়া।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় প্রতিদিনের ন্যায় দুমকি থানা’র এ এস আই ফরিদ উদ্দিন তার টহল দল নিয়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক গাড়ী তল্লাশী করছেন। রাত সাড়ে ৯টার দিকে বরিশালের দিক থেকে আসা একটি মাইক্রোবাস কে সিগনাল দেন। গাড়িতে থাকা ৬ জনের মধ্যে ২জন নেমে গাড়ির ব্যাকডালা থেকে একটি ব্যাগ বের করতেই ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি টান দিয়ে চলে যায়। সাথে সাথে পুলিশের সাথে থাকা দুজনও দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধরে ফেলে। তাদের সাথে থাকা ব্যাগ থেকে ২টি পিস্তল, একটা ওয়াকিটকি, ৩টা র্যাবের পোশাক, ৫টি মোবাইল সেট, ২ গাড়ির নম্বর প্লেট উদ্ধার করা হয়। খবর পেয়ে দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন ঘটনা স্থলে চলে আসে। তিনি প্রতিবেদককে জানান, মামলা প্রক্রিয়াধীন। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা আসতেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।