কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদল পাঁচ সদস্যবিশিষ্ট নতুন এই আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন এই কমিটিতে আব্দুল্লাহ আল মামুনকে সিনিয়র সহসভাপতি, রাফিউল ইসলাম নওসাদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. জাকির হোসেন রাজীবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের
উল্লেখ্য, শরীফুল ইসলাম নিশাদ জেলা ছাত্রদলের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক এবং রেদোয়ান রহমান ওয়াকিউর সিনিয়র সহ-সভাপতি ছিলেন।