সিংগাইরে পোল্ট্রি ফার্মের দূষণ বন্ধে ও মামলাবাজ নারীর বিচারের দাবিতে মানববন্ধন

জনবসতি এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা পোল্ট্রি ফার্মের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। একই সঙ্গে ফার্মের মালিক নাসির উদ্দিন ও তার মা মামলাবাজ আনোয়ারার শাস্তি দাবি করেছেন বিক্ষোভকারীরা।
সোমবার (৪ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনারগাঁ (সোনাটেংরা) তালিমুল কুরআন হামিদিয়া মাদ্রাসা মাঠে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ভুক্তভোগী বাসিন্দারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, জনবসতি এলাকায় পাঁচ-ছয় বছর আগে সোনাটেংরা গ্রামের চানু শেখের পুত্র নাসির উদ্দিন পোল্ট্রি ফার্ম গড়ে তুলে পরিবেশ দূষণ করছেন। পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে এলাকায় বসবাস তো দূরের কথা, কোনো আচার-অনুষ্ঠানও করা যাচ্ছে না। এতে ওই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি তারা। বক্তারা আরও বলেন, প্রতিবাদ করতে গিয়ে অনেকেই মিথ্যা মামলায় জেল-জুলুমের শিকার হয়েছেন। এছাড়া অভিযুক্ত মামলাবাজ নারী আনোয়ারার বিরুদ্ধে জিয়াছমিন ও আব্দুস সাত্তার হত্যার অভিযোগও তুলে ধরেন বক্তারা। স্থানীয় বাসিন্দারা দ্রুত পোল্ট্রি ফার্মটি অপসারণসহ অভিযুক্ত নাসির উদ্দিন ও তার মা আনোয়ারার শাস্তি দাবি করেছেন।
আরও পড়ুন: আওয়ামীলীগ কুকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছে: ড. মঈন খান
চান্দহর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পান্নুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা শুকুর খান, ছবেদ খান, উসমান মোল্লা, মাওলানা খোরশেদ আলম, মবজেল মোল্লা, দানেছ মোল্লা ও আশ্রব মোল্লা প্রমুখ।
মানববন্ধনের আগে চান্দহর-সিরাজপুর সড়কের সোনাটেংরা মোড়ে এক বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে শতাধিক স্থানীয় বাসিন্দা।
আরও পড়ুন: তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা