দুটি তদন্ত কমিটিতেই নির্দোষ প্রমাণিত

চার মাস পর প্রত্যাহারকৃত এসপি কে আবারো কিশোরগঞ্জে যোগদানের নির্দেশ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চার মাস আগে প্রত্যাহার করা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী কে গতকাল রোববার পুলিশ হেডকোয়াটার  এক আদেশে আবারো পরবর্তী কর্মস্থল কিশোরগঞ্জে যোগদানের নির্দেশ দিয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট এক অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন  যোগদান প্রসঙ্গে এক চিঠিতে রোববার সরকারের নির্দেশক্রমে তাকে পূর্ববর্তী কর্মস্থল  কিশোরগঞ্জের পুলিশ সুপার পদে  যোগদানের জন্য অনুরোধ করা হয়। 

যোগদান পত্রের আদেশে আরো বলা হয়,  পুলিশ হেড কোয়াটারের  গত ৮ মে আপনাকে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার আদেশটিও এতদ্বারা বাতিল করা হলো।  প্রসঙ্গত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কিশোরগঞ্জ সদর থানায় আব্দুল হামিদের বিরুদ্ধে একটি মামলা থাকায় মামলার আসামি হিসাবে তার পাসপোর্ট লক করার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা নাদিয়ার অভিযোগ আনা হয়।

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন স্বাধীন

এতে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার তদন্ত কর্মকর্তা সহ আরেকজনকে বরখাস্ত করা হয়।  ঘটনার তদন্তে পুলিশ সদর দপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে।

অপরদিকে শিক্ষা উপদেষ্টা কে প্রধান করে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানকে সদস্য করে উচ্চ পর্যায়ের আরেকটি কমিটি গঠন করে প্রধান উপদেষ্টার কার্যালয়। দুটি কমিটি তদন্ত শেষে কিশোরগঞ্জের পুলিশ সুপার সহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া অন্যদেরকে নির্দোষ প্রমাণিত করে অভিযুক্তকে অব্যাহতি দিতে সুপারিশ করে। তদন্তকালীন এই চার মাস কিশোরগঞ্জের পুলিশ সুপার পদ শূন্য ছিল। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় সরকারের উচ্চপর্যায়ে নানা আলোচনার তৈরি করে।

আরও পড়ুন: রংধনু গ্রুপের মালিক আন্ডা রফিকের ৮৭৮ কোটি টাকা পাচারে মামলা ও সম্পত্তি ক্রোক