শ্রীপুরের পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম রাজনৈতিক পরিচয় ভাঙ্গিয়ে চাঁদা দাবি

গাজীপুরের শ্রীপুর থানাধীন ভাংনাহাটি এলাকায় শনিবার দুপুরে একটি ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে চাঁদাবাজি, হুমকি ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। সফটেক্স নামক একটি প্রতিষ্ঠানের পুরাতন মালামাল কিনতে গেলে মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও তার শ্রমিকদের ওপর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীমের নেতৃত্বে একদল যুবক বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মা এন্টারপ্রাইজের মালিক বৈধ কার্যাদেশ নিয়ে মালামাল ক্রয় করতে গেলে শামীম এবং তার অনুসারীরা তাদের গালিগালাজ, চোখ রাঙানো এবং শ্রমিকদের হুমকি দেন। শামীম গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, “গত ১৭ বছর বিএনপি করে কিছুই পাইনি, এখন উপযুক্ত সময়। এই এলাকায় কেউ চাঁদা না দিয়ে ব্যবসা করতে পারবে না।”
আরও পড়ুন: বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা, পুলিশের হাতে আটক ছেলে
তিনি আরও দাবি করেন, “এই এলাকার দায়িত্ব আমাকে বড় ভাইরা দিয়েছেন, এখানে যা হবে তা আমার অনুমতিতেই হবে।” এ সময় তিনি মা এন্টারপ্রাইজের মালিক ও তার কর্মীদের উদ্দেশে বলেন, “তোরাতোরা দ্রুত স্থান ত্যাগ কর, না হলে হাসপাতালে যেতে হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, ভুক্তভোগী পক্ষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন: 'মা ইলিশ সংরক্ষণ-২০২৫' উপলক্ষে চাঁদপুরে নৌবাহিনীর অভিযান