সৌদির সাথে মিল রেখে দেশের কয়েকটি জেলায় ঈদ উদ্‌যাপন ও কুরবানী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ০৬ জুন ২০২৫ | আপডেট: ৮:৪৪ পূর্বাহ্ন, ০৬ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (৬ জুন) দেশের বহু মানুষ ঈদুল আজহা ঈদ উদযাপন করছেন। সকালে জামাতে ঈদের নামাজ আদায়ের পর চাঁদপুর, দিনাজপুর, শরীয়তপুর, ফরিদপুর, নওগাঁ, চাঁপাইনবাগঞ্জ, রাজশাহী, মাদারীপুর, ভোলা, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার মানুষ পশু কোরবানি করেছেন। 

শরীয়তপুর

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

জেলার অন্তত ৩০টি গ্রামের সুরেশ্বরীর (রহ.) ভক্ত-অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করছেন আজ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের শত শত মুসল্লি ঈদুল আজহা উপলক্ষে ঈদের নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী। তবে তারা দরবার শরীফে কোনো পশু কোরবানি করেননি। অনুসারীরা জানিয়েছেন, মনের পশুকে কোরবানি দিয়েছেন তারা।

চাঁদপুর

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

জেলার হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবারের পির জাকারিয়া চৌধুরী আল মাদানি। অপরদিকে সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসায় সকাল ৯টায় নামাজের ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা আরিফ চৌধুরী।

প্রায় ৯৬ বছর আগে চালু হওয়া এই প্রথা ধরে রেখেছেন সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরীর অনুসারীরা। ১৯২৮ সাল থেকে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে জেলার অর্ধশত গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। 

দিনাজপুর

সকাল ৯টায় জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদরাসা ময়দানে ও একই সময় খয়েরবাড়ি-মির্জাপুর সুমনের আঙিনায় ঈদুল আজহার দুই জামাতে অন্তত ১৫ গ্রামের মানুষ অংশ নেন। এই জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন। নামাজ শেষে তারা কয়েকটি গরু এবং ছাগল কোরবানি দেন।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন হচ্ছে আজ। শুক্রবার সকালে জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিন টোল ও বাগানপাড়া এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘিসহ কয়েকটি গ্রামে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করেন। 

ফরিদপুর

আজ শুক্রবার জেলার ১২ গ্রামে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের চারটি স্থানে নামাজ হয়। এ ছাড়া জেলার আলফাডাঙ্গা, ভাঙ্গা ও সদরপুর উপজেলার কয়েকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল শরীফের মুরিদানরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে থাকেন।

নওগাঁ

নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাট থেকে মুসল্লিরা এসে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নামাজে অংশ নেন নারীরাও। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান। নামাজ আদায় শেষে ধর্মীয় রীতি অনুযায়ী তারা পশু জবাই করেন তারা।

রাজশাহী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ার কৃষ্ণপুর এলাকায় ঈদুল আজহা উদযাপন করেছে বেশ কয়েকটি পরিবার। শুক্রবার সকাল সাড়ে ৭টায় কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন চারঘাট উপজেলার ডাকরা এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন। 

কু‌ড়িগ্রাম

কু‌ড়িগ্রা‌মের বিভিন্ন উপজেলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে‌ছে। শুক্রবার সকাল সা‌ড়ে ৬টা থে‌কে সা‌ড়ে ৯টা পর্যন্তু বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় ক‌রেন মুসল্লিরা।

মাদারীপুর

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৩০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করছেন। জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৯টায়। মাদারীপুর সদর উপজেলার তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন তাল্লুক গ্রামের মৌলভি বাড়ির মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। প্রায় দেড় বছর আগ থেকে সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন।

ভোলা

ভোলার সাত উপজেলায় ঈদুল আজহা উদযাপন করছেন ১৫ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ।

গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আজ ঈদ উদযাপন করছেন কয়েকটি গ্রামের কিছু মুসল্লি। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জেলার সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার ব্যক্তি মালিকানাধীন ভবনের ছাদে এ ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজে ইমামতি ও খুৎবা পাঠ করেন মাসুদ রানা। একদিন আগেই ঈদ উদযাপন করায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।