৫ অথবা ৮ আগস্ট আসতে পারে জাতীয় নির্বাচনের সময়সূচি: প্রধান উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:২৪ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত

আগামী ৫ অথবা ৮ আগস্ট জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, ভাষণের নির্ধারিত সময় এখনো চূড়ান্ত না হলেও ৫ আগস্টকেই সবচেয়ে সম্ভাব্য দিন হিসেবে দেখা হচ্ছে। কারণ, এই দিনটি ঐতিহাসিক—ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটে ছিল এদিনেই।

অন্যদিকে, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। তবে প্রধান উপদেষ্টা এই তারিখটির পরিবর্তে গণঅভ্যুত্থানের দিনে ভাষণ দিতে আগ্রহী বলে জানা গেছে।

আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিবার্চন: সিইসি

শনিবার (২ আগস্ট) সরকার ঘোষণা দিয়েছে, ৫ আগস্ট বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জনসমক্ষে উপস্থাপন করা হবে। ধারণা করা হচ্ছে, এই কর্মসূচির সঙ্গে মিলিয়েই জাতির উদ্দেশে ভাষণটি প্রচার হতে পারে।

সূত্র জানায়, ভাষণের সময়ই প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার আহ্বান জানাবেন।

আরও পড়ুন: ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা

এর আগে, গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ড. ইউনূস বলেছিলেন, নির্বাচনের নির্দিষ্ট সময় শিগগিরই জানানো হবে। জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানান, “চার-পাঁচ দিনের মধ্যেই সময় ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।”

এছাড়াও, ৯ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী প্রস্তুতি শেষ করতে হবে এবং ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

একই কথা বলেন তিনি গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকেও। সবমিলিয়ে, ফেব্রুয়ারি ২০২৬-এর প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। এখন শুধু অপেক্ষা ড. ইউনূসের আনুষ্ঠানিক ঘোষণার।