‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার মধ্য দিয়ে এনসিপির সমাবেশ শুরু

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৪৫ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই বিপ্লবের শহীদ ইমাম হাসান তায়েবের স্মরণে ও ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে সমাবেশের সূচনা হয় শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্যের মাধ্যমে। তিনি বলেন, “আমার ভাই জীবনের বিনিময়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ। আমি চাই, এভাবে আর কোনো ভাই তার আদরের টুকরো ভাইকে না হারাক, কোনো মায়ের বুক খালি না হোক, বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক।”

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ছয় দফা দাবি

সমাবেশস্থলে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত বড় স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জুলাই আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ ভিডিওচিত্র, যা আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপটকে জীবন্ত করে তুলছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে ২৪ দফা বিশিষ্ট ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। এতে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাসনীতি এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন: আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ: সিইসি

নেতাকর্মীরা জানিয়েছেন, এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি শহীদদের স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় শপথ এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।