ফেনীতে কেমিস্টস্ সমাবেশ

‘সংগঠনে ঐক্য ও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান’

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:২৩ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে ফেনী জেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির উদ্যোগে কেমিস্টস্ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে শহরের একটি কনভেনশন হলে আয়োজিত কেমিস্টস্ সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি নাছির উদ্দীন মিলন।

আরও পড়ুন: বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান, প্রত্যাহার করলেন মনোনয়ন

কেমিস্টস্ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদুল হাসান বিপ্লব, সহ-সভাপতি নূরুল আমিন, কার্যকরী পরিষদের সদস্য রমনী মোহন পাল, আবুল হোসেন, বিপুল কান্তি বিশ্বাস, মো. বাহার উদ্দিন, আরিফ মোহাম্মদ আবদুল্লাহ রনি, আবদুর রাজ্জাক, রনজিত কুমার দাস, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মানিক সরকার, লক্ষ্মণ চন্দ্র নাথ, মোহাম্মদ শরিফ উদ্দিন, নাসির উদ্দিন ভূঁইয়া। বক্তব্য রাখেন ছাগলনাইয়া শাখার সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, দাগনভূঞা শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন বাহার ও বর্তমান সভাপতি বেলায়েত হোসেন, ফুলগাজী শাখার সভাপতি বিপ্লব কান্তি দত্ত, সোনাগাজী শাখার সভাপতি নুর নবী, পরশুরাম শাখার কার্যকরী কমিটির সদস্য মেহেদী হাসান প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে ফেনী জেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি নাছির উদ্দীন মিলন পেশাগত দক্ষতা, নৈতিক দায়িত্ববোধ, স্বাস্থ্যখাতে কেমিস্টসদের অবদান তুলে ধরে সংগঠনের ঐক্য ও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন: শাহজালাল মাজারে খেজুর গাছ কাটার তদন্ত শুরু: কাজ বন্ধের নির্দেশ

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ র‍্যাফেল ড্র'র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।