সুনামগঞ্জে ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদিরের প্রেস কনফারেন্স

সুনামগঞ্জে ঈদুল আযহাকে কেন্দ্র করে চোরাকারবারীদের অপতৎপরতা রোধসহ নিবিঘ্নে ঈদ উদযাপনে সীমান্তবর্তী ভারতের সাথে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৯টি বিওপির সদস্যরা সর্তক অবস্হানে রয়েছে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ অঞ্চলের সদস্যা।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্হ বিজিবির হেড কোয়াটারে সাংবাদিকদের সাথে প্রেসকনফারেন্সে এসব কথা বলেন ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদির।
আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়
এছাড়াও গত এক সপ্তাহে( গত ২৬ মে,২৮ মে ও ১ জুন) এই তিন তারিখে বিজিবির সদস্যরা গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সীমান্তবর্তী নদী দিয়ে ভারতীয় অবৈধ পণ্য পাচারের খবরে অভিযান চালিয়ে ৫ কোটি ৩ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করতে সক্ষম হন বলে জানান তিনি। এছাড়াও কুরবানীর চামড়া যেন সীমান্ত দিয়ে পাচার হতে না পারে সেজন্য বিজিবির সদস্যরা সর্তক রয়েছে।
এ সময় সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের পুশিন করার বিষয়ে সর্তকতা অবলম্বন ও দুই দেশের ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন