জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় মাংস জব্দ, আটক ৫
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ভারত থেকে অবৈধ পথে এনে পাঁচারকালে ৪ হাজার কেজি গরুর ফ্রোজেন মাংস আটক করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িত থাকায় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।
জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার (৩০শে জুন) সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে নামে সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট (২৭বীর) ইউনিটের টিম।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
এদিন বিকেল ৩:০০ ঘটিকায় ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহাসড়কে চিকনাগোল শুক্রবারী বাজারের মধ্যবর্তী রামেশ্বর এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাস আটক করে।
আটক পরবর্তী সময়ে ট্রাকে তল্লাশী চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা ১৬০ কার্টন ফ্রোজেন মাংস জব্দ করে সেনাবাহিনীর টহলটিম। জব্দকৃত আলামত প্রতি কার্টুন ২৫ কেজি মোট ৪ হাজার কেজি মাংস উদ্ধার করা হয়। এ সময় মাংস পাচারের ঘটনায় জড়িত থাকায় ট্রাকের চালক হেলপার সহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ
আটক হওয়া ব্যাক্তিরা হলেন, জৈন্তাপুর উপজেলার কহাইগড় এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে নাজিম উদ্দীন (৪৫), জৈন্তাপুর চিকনাগোল রামেশ্বর এলাকার যমু দেবনাথের পুত্র সেতু দেবনাথ (৩৫), একই উপজেলার হেমু মুকামপাড়া এলাকার আব্দুস সুবহানের পুত্র আবদুল্লাহ (৩১), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাবারিপুর গ্রামের মৃত মোজাম আকন্দের পুত্র ট্রাকচালক মো. রাব্বানী (২৩), বগুড়া জেলার আকাশতারা গ্রামের মো জাহিদুলের পুত্র হেলপার মো. শুভ (১৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ভারত থেকে অবৈধ পথে আসা মাংসগুলো রাজধানী ঢাকা যাত্রাবাড়ীতে এক কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া হচ্ছিলো।
সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, সকল তথ্য উপাত্ত সংগ্রহ শেষে আটককৃত আসামি ও জব্দকৃত মাংস ও ট্রাক মাইক্রোবাস সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।





