টেকনাফ সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফ সীমান্তে দুটি পৃথক অভিযান চালিয়ে ৯০,০০০ পিস ইয়াবা ও ২৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমার থেকে সাগরপথে একটি বড় মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় নাফ নদী ও মেরিন ড্রাইভ সংলগ্ন বিভিন্ন এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়।
আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন
পরদিন, ১ জুলাই ভোর ৬টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে মিনারা বেগম (৩৫) ও মোঃ কেফায়েত উল্লাহ (১৯) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বাড়ি থেকে ৯০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মিনারা বেগম মৃত ছিদ্দিকের মেয়ে এবং কেফায়েত উল্লাহ ফরিদ আলমের ছেলে।
অপর এক অভিযানে, একই দিন খুরেরমুখ এলাকায় জনৈক জমিলা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে তার মুরগির খামারে লুকানো অবস্থায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জমিলা বেগমকে আটক করা হয়। তিনি মৃত আলী আহমেদের স্ত্রী বলে জানা গেছে।
আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান বলেন, বিজিবি দেশের সীমান্তে মাদক নির্মূল ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।