রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে ভারতের অ্যানিমেটেড সিনেমা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৪০ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একের পর এক রেকর্ড ভেঙে বক্স অফিসে তুমুল সাফল্য পাচ্ছে নতুন ভারতীয় অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’। মুক্তির মাত্র ১৬ দিনের মধ্যে এটি আয় করেছে ১৪৫.১৫ কোটি রুপি, যা ইতোমধ্যেই নির্মাণ খরচের বহুগুণ।

২০০৫ সালে মুক্তি পাওয়া ‘হনুমান’ ছিলো তৎকালীন সময়ে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় অ্যানিমেটেড সিনেমা, তবে সেই রেকর্ড এখন ইতিহাস। ‘মহাবতার ইউনিভার্স’-এর প্রথম সিনেমা ‘মহাবতার নরসিংহ’ হোম্বেল ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে।

আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের নোংরা মোজা বিক্রি হলো ৮৮০০ ডলারে

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে ৪৪.৭৫ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে ৭৩.৪ কোটি রুপি আয় করে ছবিটি। ১৫তম দিনে ৭.৫ কোটি এবং ১৬তম দিনের সকাল পর্যন্ত ১৯.৫০ কোটি রুপি আয় করে মোট ১৪৫.১৫ কোটিতে পৌঁছায়।

এর আগে হলিউডের ‘মুফাসা দ্য লায়ন কিং’ (২০২৪) ভারতে ১৩৭.৮৫ কোটি রুপি আয় করেছিল, যা মাত্র ১৬ দিনেই ছাড়িয়ে গেছে ‘মহাবতার নরসিংহ’। এখন এর সামনে রয়েছে ২০১৯ সালের ‘দ্য লায়ন কিং’-এর রেকর্ড, যা ১৫৮.৪০ কোটি রুপি আয় করেছিল ভারতে।

আরও পড়ুন: প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান

মাত্র ১৫ কোটি রুপিতে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী ১৫ দিনে আয় করেছে ১৫৬ কোটি রুপি। যদি এটি ‘দ্য লায়ন কিং’-এর রেকর্ড ভাঙতে পারে, তাহলে এটি ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমার খেতাব পাবে।