ক্ষোভে অনুশীলন ছেড়ে সিলেট ছাড়ছেন সুজন–তালহা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। অথচ আসর শুরুর আগমুহূর্তে একের পর এক নাটকীয় ঘটনায় আলোচনায় ফ্র্যাঞ্চাইজিগুলো। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তনের খবরে দিন শুরু হলেও দুপুর গড়াতেই শিরোনামে উঠে আসে নোয়াখালী এক্সপ্রেস।

দলটির নানা অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে অনুশীলন ছেড়ে দিয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন এবং বোলিং কোচ তালহা জুবায়ের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান দলীয় অনুশীলন ছেড়ে তারা সিএনজিযোগে মাঠ ত্যাগ করেন।

আরও পড়ুন: মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস

পরে হোটেলে ফিরে ব্যাগ গুছিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন এই দুই কোচ। ইতোমধ্যে তারা বিমানের টিকিটও কেটে ফেলেছেন বলে জানিয়েছেন তালহা জুবায়ের। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

তালহা জুবায়ের বলেন, “আসলে কোনো কিছুই আমাদের হাতে নেই। আমরা কোচ হওয়া সত্ত্বেও কিছু জানি না। সুজন ভাইও কিছু জানেন না। আমাদের কোনো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। অনুশীলনের জন্য বল, স্ট্যাম্প—এমনকি রাবারের স্ট্যাম্প পর্যন্ত নেই। আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চাই, কিন্তু এই বিপিএলে গত দুই দিন কোনো কাজই করতে পারছি না।”

আরও পড়ুন: শচীনের যে রেকর্ড ভাঙলেন কোহলি

তিনি অভিযোগ করে বলেন, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সময়মতো প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। “ঢাকায় থাকার সময়ও এমন হয়েছে—প্র্যাকটিস ১১টায়, আর বল আসত ১টার সময়। তখন খেলোয়াড়দের কাছ থেকে বল নিয়ে অনুশীলন করাতে হয়েছে। এখানে তো আমাদের হাতে বলই দেওয়া হচ্ছে না। মনে হচ্ছে, আমরা বুঝি বল চুরি করব! আজ অনুশীলনে এসে দেখি মাত্র তিনটা বল, আর কোনো সরঞ্জামই নেই। কালই আমাদের প্রথম ম্যাচ,” যোগ করেন তিনি।

এ অবস্থায় সিলেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সুজন ও তালহা। তালহা বলেন, “সবকিছু যদি ফ্র্যাঞ্চাইজির লোকজনই করে, তাহলে আমরা কাজ করব কীভাবে? এভাবে কাজ করার কোনো মানে হয় না। নিজের সম্মান নষ্ট করে কাজ করতে পারব না। আমরা ফ্লাইটের টিকিট কেটে ফেলেছি, ব্যাগও গুছানো। আমি করব না, সুজন ভাইও করবেন না।”

এছাড়া আর্থিক বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। “এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি। ডে-এলাউন্সও দেওয়া হয়নি। মূল কথা, আমাদের হাতে কোনো টাকা-পয়সাই আসেনি,” বলেন তালহা জুবায়ের।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধন হবে। বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে খেলবে চট্টগ্রাম রয়্যালস। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনই এই দুই দলের নানা বিতর্ক ও অব্যবস্থাপনা বিপিএলকে প্রশ্নের মুখে ফেলেছে।