ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার চালু করল চ্যাটজিপিটি
ওপেনএআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটে নতুন একটি ফিচার চালু করেছে। এর নাম ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’। এটি মূলত ব্যবহারকারীদের জন্য একটি ব্যক্তিগত বছরশেষ রিভিউ, যেখানে উঠে আসবে এক বছরে চ্যাটজিপিট ব্যবহারের নানা দিক।
ফিচারটি অনেকটা স্পটিফাই র্যাপডের মতো হলেও এখানে গান নয়, বরং দেখানো হবে ব্যবহারকারীর চ্যাটজিপিট ব্যবহারের অভ্যাস—কোন বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে, কী কাজে চ্যাটজিপিট বেশি ব্যবহৃত হয়েছে এবং কীভাবে এটি দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা বদল: নিরাপত্তা বাড়বে, নাকি হারাবে জনপ্রিয়তার ধার?
ওপেনএআই জানিয়েছে, ফিচারটি আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু ব্যবহারকারী ইতোমধ্যে এটি দেখতে পাচ্ছেন। ধাপে ধাপে অন্যান্য দেশেও ফিচারটি চালু করা হতে পারে।
এই বছরশেষ রিভিউ সব অ্যাকাউন্টের জন্য উন্মুক্ত নয়। চ্যাটজিপিটের ফ্রি, প্লাস ও প্রো প্ল্যানের ব্যবহারকারীরা এটি পেতে পারেন। তবে শর্ত হিসেবে ব্যবহারকারীকে চ্যাট হিস্ট্রি এবং সেভড মেমোরি অপশন চালু রাখতে হবে। পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ব্যবহার থাকতে হবে। টিম, এন্টারপ্রাইজ ও এডুকেশন অ্যাকাউন্টে আপাতত এই সুবিধা পাওয়া যাবে না।
আরও পড়ুন: চীনা স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষের মুখে স্পেসএক্সের স্টারলিংক, শেষ মুহূর্তে রক্ষা
ওপেনএআই বলছে, ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক। ব্যবহারকারী চাইলে এটি দেখবেন, না চাইলে উপেক্ষা করতে পারবেন। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। চ্যাটজিপিট অ্যাপের হোম স্ক্রিনে আলাদা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
প্রাইভেসির বিষয়েও গুরুত্ব দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এই রিভিউ “হালকা, নিয়ন্ত্রিত এবং গোপনীয়তাবান্ধব”। ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো তথ্য দেখানো হবে না।
এই বছরশেষ রিভিউতে ব্যবহারকারীদের দেওয়া হবে বিভিন্ন মজার ‘অ্যাওয়ার্ড’। যেমন—কোন বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে, লেখা, পড়াশোনা, কোডিং কিংবা আইডিয়া তৈরিতে কতটা সময় ব্যয় হয়েছে। শুধু তথ্য নয়, ব্যবহারকারীর আগ্রহ ও কথোপকথনের ভিত্তিতে চ্যাটজিপিট নিজেই একটি কবিতা এবং একটি ছবি তৈরি করবে, যা এক বছরের কথোপকথনের শিল্পীসুলভ স্মারক হিসেবে কাজ করবে।
ওপেনএআই জানিয়েছে, এই রিভিউ বিশ্লেষণের চেয়ে অনুভূতির দিকে বেশি গুরুত্ব দেয়। উদ্দেশ্য একটাই—চ্যাটজিপিট কীভাবে ব্যবহারকারীর কাজ, শেখা ও সৃজনশীলতার অংশ হয়ে উঠেছে, তা তুলে ধরা।
ওয়েব সংস্করণ ছাড়াও অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ—দুটিতেই এই ফিচার পাওয়া যাবে। ব্যবহারকারী চাইলে সরাসরি চ্যাটজিপিটকে জিজ্ঞেস করেও নিজের ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ দেখতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি নতুন ফিচার নয়; বরং ব্যবহারকারী ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ককে নতুনভাবে উপস্থাপনের একটি উদ্যোগ। মানুষের প্রশ্ন আর যন্ত্রের উত্তরের মধ্য দিয়ে গড়ে ওঠা এক বছরের গল্প ফিরে দেখার নতুন জানালা খুলে দিল ওপেনএআই।





