বঙ্গোপসাগরে ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে পারমাণবিক সক্ষমতার প্রদর্শন হিসেবে ভারত তার পারমাণবিক সক্ষম সাবমেরিন থেকে একটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বঙ্গোপসাগরে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘আইএনএস আরিঘাট’ থেকে ‘কে-৪’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এই পরীক্ষা বিশাখাপত্তনমের উপকূলে পরিচালিত হয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৩,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কে-৪ সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (SLBM) গত বছরের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়।

ভারত এখন এমন কয়েকটি দেশের মধ্যে রয়েছে, যারা স্থল, আকাশ ও সমুদ্র থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্র থেকে উদ্ভূত এই ব্যালিস্টিক মিসাইলকে সমুদ্রে উৎক্ষেপণের জন্য অভিযোজিত করা হয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরলেন তারেক রহমান, কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

ক্ষেপণাস্ত্রটি ২.৫ টন পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং ভারতের অরিহন্ত-শ্রেণির সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য।