চীন দূতাবাস বাংলাদেশিদের জন্য সহজ করল স্বল্পমেয়াদি ভিসা প্রক্রিয়া

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫০ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করেছে ঢাকার চীন দূতাবাস। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট প্রদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিসা আবেদনগুলো আরও সহজ করার লক্ষ্যে স্বল্পমেয়াদি ভিসা (চীনে ১৮০ দিনের বেশি নয়) আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ছাড় দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টা বদল নয় ডিএমপি’তে সক্ষমতা তৈরির উদ্যোগ

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাসঙ্গিক প্রবিধান অনুসারে ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা প্রয়োজন, যাদের চীনে প্রবেশের পরে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে।

চীন দূতাবাস আরও জানিয়েছে, ভিসা প্রক্রিয়াসহ অন্যান্য তথ্যের জন্য ঢাকার চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা