বগুড়ার শিবগঞ্জে শহীদ রনি চত্বর মোড়ে ড্রেনের ভাঙা স্ল্যাব যেন মরণ ফাঁদ

Sanchoy Biswas
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:০২ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক এলাকায় শহীদ রনি চত্বর মোড়ে উপজেলা পরিষদের রাস্তার প্রবেশমুখে ড্রেনের ওপরের ভাঙা স্ল্যাবটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ওই ড্রেনের গর্তে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ড্রেন সংলগ্ন রাস্তা দিয়ে উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তর, ব্যাংক, বিমা, বালিকা বিদ্যালয়, কেজি স্কুল ও প্রাথমিক বিদ্যালয় থাকায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে। ফলে সাধারণ পথচারী ও ছাত্র-ছাত্রী বহনকারী ইজিবাইক, কার-মাইক্রো, ট্রাক, বাস, মোটরসাইকেল ও ভ্যান-রিকশা দুর্ঘটনার শিকার হচ্ছে। এরকম বিপজ্জনক ঝুঁকি নিয়েই চলাচল করছে এলাকার সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, শিবগঞ্জ নাগর বন্দর থেকে থানা পর্যন্ত প্রধান সড়কের মেরামতের কাজ চলছে। ফলে শহীদ রনি চত্বর, সোনালী ব্যাংক মোড় হয়ে উপজেলা পরিষদের সড়ক দিয়ে ভারী যানবাহনসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। এতে এই রাস্তাটিরও বেহাল অবস্থা হয়েছে। সোনালী ব্যাংক মোড়ে ড্রেনের ওপর স্ল্যাব ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্ল্যাবটি ভেঙে দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় রয়েছে। এতে প্রতিনিয়তই গর্তে পড়ে মানুষের জামা-কাপড় নষ্ট হওয়াসহ আহত হচ্ছে সাধারণ মানুষ। প্রতিদিন কোনো না কোনো যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনায় পতিত হচ্ছে। ড্রেনে দ্রুত স্ল্যাব বসাতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বিএমএসএফের মানববন্ধন

প্রত্যক্ষদর্শী কাওসার বলেন, ‘‘ড্রেনের স্ল্যাব না থাকায় এর গর্তে প্রতিনিয়ত পথচারীসহ বিভিন্ন যানবাহনের দুর্ঘটনা ঘটছে। দ্রুত এর সমস্যার সমাধান করা প্রয়োজন।’’

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌরসভার প্রশাসক জিয়াউর রহমান বলেন, ‘‘সোনালী ব্যাংক মোড়ে ড্রেনের ওপরের স্থানে স্ল্যাব ভেঙে উন্মুক্ত থাকার ফলে পথচারীসহ সব ধরনের যানবাহনের চলাচলে ঝুঁকি ও দুর্ভোগ হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে ড্রেনের উন্মুক্ত স্থানে স্ল্যাব বসানো হবে।’’

আরও পড়ুন: টঙ্গীতে ভ্রমণব্যাগে পলিথিনে মোড়ানো আট খন্ড লাশের পরিচয় মিলেছে

এছাড়াও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম বলেন, ‘‘ড্রেনের ওপর স্ল্যাব ভেঙে যাওয়ায় পথচারী ও যানবাহন গর্তে পড়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এটি আমাদের দৃষ্টিগোচর হলে মেরামতসহ লাল কাপড় ঝুলিয়ে দিই। বর্তমানে বৃষ্টির কারণে আবার সেটি নষ্ট হয়ে যায়। যত দ্রুত সম্ভব স্ল্যাব বসানোর ব্যবস্থা করা হবে। আর উপজেলা সড়কের যে বেহাল অবস্থা, তা আমাদের নিজস্ব চেষ্টায় যানবাহন চলাচলের উপযোগী রাখার চেষ্টা করে যাচ্ছি। তবে শহীদ রনি চত্বর মোড় থেকে উপজেলা পরিষদ সড়ক পর্যন্ত মেরামতের জন্য টেন্ডার হয়েছে। অতি দ্রুত কাজটি শুরু হবে।’’