বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিল ভারতীয় পুলিশ

Sanchoy Biswas
সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা)
প্রকাশিত: ১১:১২ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইব্রাহিম বাবুর লাশ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার রাত ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকের পর ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন। দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপির মেইন পিলার ৭৬ নং এর কাছে শূন্য লাইনে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ হায়দার, সহকারী পরিচালক মো. হায়দার আলী, দর্শনা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. এনায়েত হোসেন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মহিবুল্লাহ, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, ৩২ বিএসএফের অধিনায়ক শ্রী সুজিত কুমার, হালদার পাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি তপস্যর কুমার, কৃষ্ণগঞ্জ থানার ওসি শ্রী সৌগত রায়। এ সময় নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত

পতাকা বৈঠক শেষে ভারতীয় পুলিশ বাংলাদেশী নিহত যুবক ইব্রাহিম বাবুর লাশ দামুড়হুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে নিহতের ভগ্নীপতি মো. এনামুল হক মরদেহ পুলিশের কাছ থেকে বুঝে নেন। 

প্রসঙ্গতঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে গত বুধবার ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হন। নিহত ইব্রাহিম বাবু (৩২) ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

আরও পড়ুন: নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, অর্ধশতাধিক আহত

বুধবার দুপুরে আমার ইব্রাহিম বাবুসহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এসময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯ নম্বর মেন পিলার পার হয়ে ভারতে ঢুকে পড়লে সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাবু।