নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে খোঁজে পাওয়া যাচ্ছে না

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৫ | আপডেট: ১:৩৮ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান সরকারকে তার নরসিংদীর অফিসে আইনশৃঙ্খলা বাহিনী খোঁজে পাচ্ছে না বলে জানা গেছে।

আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অপরাধে তাকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী পরিবেশ অধিদপ্তরের নরসিংদীর অফিসে অভিযান পরিচালনা করে। এসময় তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান।

আরও পড়ুন: তৃতীয় দফা বন্যায় তিস্তা তীরের হাজারো মানুষ পানিবন্দি

সম্প্রতি তিনি আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উত্তেজিত জনতা তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে ফেসবুকে ১২ ঘন্টার সময় দেন এবং তার অফিস ঘেরাও করেন। এমন সংবাদের পরপরই তিনি তার মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। উত্তেজিত জনতাকে শান্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে তার অফিসে যায়। এমন পরিস্থিতির টের পেয়ে কামরুজ্জামান আগে থেকেই সটকে পড়েন।

এছাড়াও তার বিরুদ্ধে দৈনিক বাংলাবাজার পত্রিকায় "নদীর পানি দূষণ রোধে ভূমিকা নেই পরিবেশ অধিদপ্তরের" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তার নেতৃত্বে বিভিন্ন সময়ে কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, ডাইং ফ্যাক্টরি ও হাসপাতাল-ক্লিনিকগুলোতে অভিযানের ভয় দেখিয়ে বিপুল অর্থ আদায় করা হতো। এছাড়াও তিনি পরিবেশ অধিদপ্তরের অন্যান্য সহযোগীদের মাধ্যমে নানা অপকর্ম করে বেড়াতেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল