চুয়াডাঙ্গায় ইজিবাইকের সিটের নিচ থেকে ৯ কেজি রুপা উদ্ধার

Sadek Ali
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৫ | আপডেট: ১০:৪৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার হয়ে আসা নয় কেজি ওজনের দানাদার রুপা উদ্ধার করেছে বিজিবি। যার বাজার মূল্য ২৩ লাখ ৬৯ হাজার টাকা।

বুধবার দুপুরে সীমান্তের কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকা থেকে রুপা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ রুপা আসছে এমন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিওপির টহল দলের সদস্যরা কার্পাসডাঙ্গা মুচির বটতলা নামক স্থানে অবস্থান নেয়। এসময় একটি ইজিবাইক যাত্রীবিহীন অবস্থায় সীমান্ত এলাকা থেকে কার্পাসডাঙ্গাশ প্রবেশ করছিল। বিজিবি টহলদল ইজিবাইককে দাঁড়ানোর জন্য সিগনাল দিলে চালক কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে চালকের সিটের নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেট থেকে ভারতীয় ৯ কেজি দানাদার রুপা পাওয়া যায়। যার বাজার মূল্য ২৩ লাখ ৬৯ হাজার টাকা। উদ্ধারকৃত রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়। 

এ ঘটনায় মুন্সিপুর বিওপির হাবিলদার মিজানুর রহমান দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক