ধর্ষণ, সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

Sadek Ali
সঞ্জীব ভট্টাচার্য্য, জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ১০:১৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী চলমান ধর্ষণ, নিপীড়ন, চাঁদাবাজি, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা।

আজ ১২ জুলাই শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে এই বিক্ষোভ মিছিল শেষ হয়। ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র জনতা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

বিক্ষোভ শেষে প্রেস ক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, সাধারণ নাগরিক হিসেবে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অবস্থা আরো ভয়াবহ হবে। চলমান ধর্ষণ, সহিংসতা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক