অপহরণের ১০ দিন পরেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

Sadek Ali
কবির হোসেন রাকিব, কমলনগর
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৫ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে যুবদলের এক কর্মীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের ১০ দিন পার হলেও শনিবার (১২ জুলাই) বিকাল পর্যন্ত পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেননি।

এর আগে ২ জুলাই উপজেলার চরমার্টিন ইউনিয়নের মুন্সীরহাট এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত ছাত্রীর নাম আরিশা জাহান। সে ওই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে এবং স্থানীয় মুন্সীরহাট আলোর অন্বেষা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?

অন্যদিকে অভিযুক্ত যুবদল কর্মী ফারুক একই এলাকার জবি উল্যার ছেলে।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে কমলনগর থানায় একটি অপহরণ মামলা করেছেন। মামলায় ফারুককে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ আজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়।

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

অপহৃত ছাত্রীর বাবা জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর থেকে অভিযুক্তের পরিবারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাতে সাড়া না পেয়ে ৪ জুলাই তিনি থানায় অপহরণ মামলা করেন। কিন্তু অপহরণের ১০ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনও তার মেয়েকে উদ্ধার করতে পারেননি।

তিনি বলেন, আজ (গতকাল) ১০ দিন হলো আমার মেয়ের কোনো খোঁজ জানি না। মেয়ের অবস্থা নিয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে আমাদের। সে বেঁচে আছে কি না, তাও জানি না। আমি আমার মেয়েকে সুস্থভাবে ফিরে পেতে চাই।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে যুবদলকর্মী ফারুকের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারসহ অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে।