সাভারে ইয়ামিন চত্বরে চাঁদাবাজি হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঢাকার সাভারের ইয়ামিন চত্বরে হত্যা সহ সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও ছাত্র-জনতা।
শনিবার (১২ জুলাই) সাভারে পাকিজা সামনে ইয়ামিন চত্বরে মিটফোর্ডের সোহাগ হত্যা সহ সারাদেশে চাঁদাবাজি হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এনসিপির ঢাকা উত্তরের নেতাকর্মী সাভার ও আশুলিয়া ছাত্র-জনতা। পরে বিক্ষোভ মিছিলটি ইয়ামিন চত্বর থেকে শুরু করে সাভার সিটি সেন্টার হয়ে ইয়ামিন চত্বরে এসে শেষ হয়।
আরও পড়ুন: মামলায় নেই অগ্রগতি, সাড়ে তিন বছরেও চার্জশীট দেয়নি দুদক
বিক্ষোভ কারীরা বলেন প্রকাশ্য দিবালোকে হত্যাসহ সারাদেশে খুন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের কথা তাদের বক্তব্য তুলে ধরেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলার সদস্য সচিব মাহিদ হাসান রাফসান ও থানা কমিটি আহবায়ক মেহেদী হাসান মুন্না, সদস্য সচিব মো. মাহফুজুর রহমান সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ মাসুম জামাত ইসলামের জুলাই যোদ্ধা আপামর সাধারণ জনগণ যুব উইন কেন্দ্রীয় সংগঠক সেঁজুতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাভার উপজেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক জুলকারনাইন ও অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন: ৭২ ঘন্টা আল্টিমেটাম শেষে ফের মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের