দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কাপাসিয়ায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
দেশব্যাপী নৈরাজ্য, অপপ্রচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই রোববার বিকালে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন
উপজেলার ১১ টি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে সমবেত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল করিম বেপারী, আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, সেলিম হোসেন আরজু, এফ এম কামাল হোসেন, অ্যাডভোকেট লুৎফর রহমান, তৌহিদুজ্জামান তপন, আরিফুর রহমান সোহাগ বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র সুপরিকল্পিতভাবে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোন পরিকল্পনাই সফল হবে না। বিএনপি হলো দেশপ্রেমিক দল। বিগত দিনে ঐক্যবদ্ধ ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার ঘোষণা দেন। দলের কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রেফতারের আহ্বান জানান। যতো দ্রুত সম্ভব নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।