অস্ত্র ও ডাকাতিসহ ১৭ মামলার আসামি গ্রেফতার

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৫ | আপডেট: ১:২৫ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর শিবপুর থেকে অস্ত্র ও ডাকাতিসহ ১৭ মামলার আসামি আমিন সরকার ওরফে আমিন ডাকাতকে গ্রেফতার করে শিবপুর মডেল থানা পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: বগুড়ায় বিড়ালকে কুপিয়ে হত্যা থানায় জিডি

গ্রেফতারকৃতরা হলেন, শিবপুর উপজেলার গোবিন্দ গ্রামের মেজবাহ উদ্দিন ওরফে মেসো ডাকাতের ছেলে আমিন সরকার (২৮) ওরফে আমিন ডাকাত এবং ময়মনসিংহের নান্দাইল থানার করাইকান্দি গ্রামের মেনু মিয়ার ছেলে মঞ্জু (৩৪)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, রবিবার বিকেলে গোপন সংবাদে জানা যায়, উপজেলার গোবিন্দ গ্রামে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি আমিন ডাকাত ও তার এক সহযোগী নিজ বাড়িতে বসে অন্যত্র ডাকাতি করার পরিকল্পনা করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি আমিন ডাকাত ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদেরকে পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয় বলেও তিনি জানান।

আরও পড়ুন: আমি গণতন্ত্রের জন্য শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি: কাজী মনিরুজ্জামান মনির