কাপাসিয়ায় মহিলাদের বিনামূল্যে পুষ্টিকর চাল বিতরণ চূড়ান্তকরণ সভা

Sadek Ali
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ৯:০৫ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৬ চক্রের উপকারভোগিদের তালিকা চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ চুড়ান্ত সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এজাজ মিয়া, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আহম্মদ আলী সরকার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাছলিমা আক্তার প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৬ চক্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১১ টি ইউনিয়নের ২’হাজার ২’শত ৬৬ জন মহিলা মাসে ৩০ কেজি করে পুষ্টিকর চাল পাবেন। সুবিধা ভোগি কার্ডধারীদের মাধ্যে ৬টি উপাদান মিশানো পুষ্টিকর চাল দেয়া হবে। 

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

মহিলারা ২’শ ২০ টাকা করে প্রতি মাসে ব্যাংকে সঞ্চয় জমা করবেন। এ কর্মসূচির আওতায় ২৪ মাস পর্যন্ত ৩০ কেজি করে চাল পাবেন। 

কর্মসূচির আওতায় সুবিধা ভোগিদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তারা স্থানীয় ভাবে নিজস্ব ওয়ার্ডে পরিচ্ছন্নতা কাজে সহায়তা করবে।