গোপালগঞ্জে এনসিপির নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

Sanchoy Biswas
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ৫:২৩ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরায় জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে ও গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে কেন্দ্রীয় নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ১২ টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এ সমাবেশের আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন। সদস্য সচিব সোহাইল মাহদীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী অধ্যক্ষ আখতারুজ্জামান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ছাত্র আন্দোলনের রাকিবুল ইসলাম মোড়ল, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জুলাই যোদ্ধা শিবিরনেতা আনিসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার মুখপাত্র মোহিনী তাবাসসুম, আল ইমরান নাঈম বাবু,রাহাত রাজা,আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ,আবু হাসান প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, আমরা ভিন্ন ভিন্ন দল করলেও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে প্রমান হয়েছে আ'লীগ সন্ত্রাসী সংগঠন। তারা ১৫ বছর জুলুম, খুন, হত্যাসহ যে জুলুম চালিয়েছে তার বিচার হতে হবে। প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

তারা আরও বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোন জেলা নয়, তাই সমাবেশ করার অধিকার সকলের আছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি করেন।