গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:২১ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ক্লাবের ৩০৮ নম্বর রুম থেকে তার নিথর দেহ পাওয়া যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, রোববার রাতে তিনি একটি বিয়ের দাওয়াতে অংশ নিয়ে ক্লাবের ওই রুমে রাত্রীযাপন করেন। সোমবার সকালে তার একটি মিটিং থাকলেও অনেকবার ফোন করা ও দরজায় কড়া নাড়ার পরও কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: আওয়ামীলীগ কুকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছে: ড. মঈন খান

পরবর্তীতে বারান্দার গ্লাসের দরজা ভেঙে তার মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান ডিসি আলমগীর।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। সেনাবাহিনী, সিআইডি’র ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

আরও পড়ুন: তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পরিবারের সম্মতি অনুযায়ী মরদেহ ময়নাতদন্ত করা হবে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা ছিলেন। তার এই হঠাৎ মৃত্যু ঘিরে চট্টগ্রাম ক্লাবে শোকের ছায়া নেমে এসেছে।