লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক

ছবিঃ সংগৃহীত
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠক হয়।
বিষয়টি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিবার্চন: সিইসি
জানা গেছে, একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে মূলত আগামী নির্বাচনে জয় পেলে বিএনপি কেমন দেশ গড়তে চায় এবং দলের নির্বাচনী রূপরেখা কেমন হবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।