জলেশ্বরীতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ২ যুবক আহত

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:০৩ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় গত ২রা আগস্ট, শনিবার দিবাগত রাতে শহরের জলেশ্বরীতলা কালী মন্দির এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা সামিউল ইসলাম সাকিব আয়াত (১৮) ও অন্তর (২০) নামের দুজন কলেজপড়ুয়া যুবককে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত ও রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে। বর্তমানে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান।

ঘটনার সূত্র ধরে জানা যায়, গত শনিবার ২রা আগস্ট রাত প্রায় পৌনে ৮টার দিকে মহিলা ক্লাব সংলগ্ন এলাকায় আড্ডা দেওয়ার সময় হঠাৎ বিপুলসংখ্যক ছেলেপেলে সামিউল ইসলাম সাকিব আয়াত ও অন্তরের পথরোধ করে। এরপর তাদের বেধড়ক মারপিট করে এবং ছুরিকাঘাত ও রামদা দিয়ে পিঠে ও হাতে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে পথচারীরা তাদের দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। বর্তমানে আহত ব্যক্তিরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বিএমএসএফের মানববন্ধন

এবিষয়ে সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ রহমান বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে, উক্ত ছুরিকাঘাতের ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।