পঞ্চগড়ের বোদায় ৪টি পেট্রোল পাম্পে ১ লক্ষ টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদায় ৪টি পেট্রোল পাম্পকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বোদা উপজেলায় ওজনে কম দেওয়া এবং 'এক্সপ্লোসিভ অ্যাক্ট'-এর বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। বোদা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। তার সঙ্গে ছিল বোদা থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ জানান, "বোদা উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করি। এ সময় মাপে কম দেওয়ার অভিযোগে এবং এক্সপ্লোসিভ অ্যাক্টের বিভিন্ন বিধি লঙ্ঘন ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের বিভিন্ন বিধান ভঙ্গের দায়ে ৪টি ফিলিং স্টেশনকে সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে।"
আরও পড়ুন: দামুড়হুদায় বিজিবির অভিযান, বিপুল পরিমাণ রুপা জব্দ