ব্রাহ্মণবাড়িয়ায় ৮ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১৪ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শুক্রবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল বিশেষ সূত্রের তথ্যের ভিত্তিতে চোরাচালানী বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা ও মঈনপুর সীমান্ত এলাকা হতে প্রায় ৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করা হয়।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানান, সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অপরাধ (মাদক ও পন্য চোরাচালান) দমনে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১