সিংড়ায় ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Sadek Ali
মো. মোতালেব হোসেন, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিংড়ার শেরকোল এলাকায় সেনাবাহিনীর একটি পেট্রোল টিম ও সিংড়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আশরাফুল ইসলাম (৪০)। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযান চলাকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের একটি প্যাকেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আশরাফুলকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।