আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Sadek Ali
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় যুবলীগ নেতা শরীফুল ইসলাম মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম মোল্লা (৪০) আশুলিয়ার জামগড়া এলাকার হাজী মো. ওয়াহেদ মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা যুবলীগ নেতা বলে জানা যায়।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে যুবলীগ নেতা শরীফুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে রবিবার (৩ আগস্ট) সকালে আদালতে পাঠানো হবে।