জৈন্তাপুরে জুলাই বর্ষপূর্তিতে উপজেলা জামায়াতের গণ মিছিল ও পথসভা
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জামায়াতে ইসলামি বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ আগস্ট) বিকেল ৫:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সদরে ২৪শে জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তিতে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা সদরের বিজয়স্তম্বে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
এ সময় পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট ৪-আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে শুধু নির্বাচনের জন্য নয়।
আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে দেশের সকল সেক্টরে গ্রহণযোগ্য সংস্কার করতে হবে এবং পতিত ফ্যাসিষ্টদের গণহত্যার জন্য বিচার নিশ্চিত করতে হবে।পাশাপাশি বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডার বাজি চূড়ান্ত রূপে নির্মূল করতে হবে।
এ সময় পথসভায় আরো বক্তব্য রাখেন থানা সূরা সদস্য নাজমুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আমীর গোলাম কিবরিয়া, জৈন্তাপুর উপজেলার জুলাই যোদ্ধা হাবিবুর রহমান।
গণ মিছিলে আরো উপস্থিত ছিলেন ১নং নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, চারিকাঠা ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, হরিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, চিকনাগুল ইউনিয়ন জামায়াতের সভাপতি তোফায়েল আহমদ, জৈন্তাপুর শ্রমিক কল্যাণ সভাপতি শামীম আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





