টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

Sadek Ali
শফিকুজ্জামান খান মোস্তফা , টাঙ্গাইল
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পটুয়াখালীর সাবেক মেয়র ম‌হিউ‌দ্দিন আহমেদ ঢাকায় গ্রেফতার

নিহতরা হলেন, জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নম্বর চর এলাকার মোহাম্মদ জিন্নাত আলীর ছেলে আল-আমিন (৩০), চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) এবং জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নুর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল (৩২)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে দোকান উচ্ছেদের নির্দেশ

স্থানীয়রা জানান, নিহত তিনজন মোটরসাইকেলে করে ধনবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনই প্রাণ হারান।

এ ঘটনায় ধনবাড়ী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।