সিলেটে একরাতে ২ জন খুন, জনমনে আতঙ্ক

Sanchoy Biswas
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:০৬ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটে একই রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এর একটি ঘটেছে সিলেট নগরীর সুরমা নদী তীরবর্তী ক্বীনব্রিজের নিচে। নিহত যুবকের নাম ডালিম আহমেদ (৩৫)। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। অন্যদিকে মৌলভীবাজার জেলার শমসেরনগর রোডে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফয়জুর রহমান রুবেল (৪২) নামের যুবকের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে ঘটনা দুটি ঘটে।

আরও পড়ুন: কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

নিহত ডালিম আহমদ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে এবং মারা যাওয়া অপর যুবক রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

তিনি মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের সদাইপাতি মার্কেটস্থ এফ রহমান ট্রেডিং এর মালিক ছিলেন।

আরও পড়ুন: পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি বগুড়ায় আটক

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দোকানে একা ছিলেন রুবেল। এ সময় হঠাৎ ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের সিএনজি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই তিনি মারা যান।

ঘটনার পর থেকে ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সদাইপাতি মার্কেটের সভাপতি ও অন্যান্য ব্যবসায়ীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের বলেন, ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নেমেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে পুলিশ ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, সিলেট নগরের সুরমা নদী তীরবর্তী ক্বীনব্রিজের নিচে রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত হঠাৎ করে ডালিমকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, রুবেলের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে।