ইয়েমেন উপকূলে নৌকাডুবি: ৬৮ অভিবাসীর মৃত্যু, ৭০ জনের বেশি নিখোঁজ

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:১৮ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইয়েমেন উপকূলে আফ্রিকার অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৬৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৭০ জনের বেশি।

সোমবার (৪ আগস্ট) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম (IOM) জানিয়েছে, রোববার এই দুর্ঘটনা ঘটে ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে।

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন

আইওএম ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ এপি-কে জানান, নৌকাটিতে ১৫৪ জন ইথিওপিয়ান অভিবাসী ছিলেন।

নৌকাটি আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। দুর্ঘটনায় ১২ জন জীবিত উদ্ধার হয়েছেন।

আরও পড়ুন: ভারত থেকে মার্কিন কোম্পানিগুলোর পোশাক কেনা স্থগিত

 খানফার জেলায় ৫৪ জনের মরদেহ ভেসে আসে এবং আরও ১৪ জনের মরদেহ অন্য এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ইয়েমেনের স্বাস্থ্য বিভাগ প্রথমে ৫৪ জনের মৃত্যুর খবর দিলেও পরে আইওএম নিশ্চিত করে যে মোট ৬৮ জন নিহত হয়েছেন এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন।

আফ্রিকার হর্ন অঞ্চল থেকে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে পাড়ি দেওয়া শরণার্থী ও অভিবাসীদের জন্য এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট।

২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি শরণার্থী ও অভিবাসী ইয়েমেনে পৌঁছেছেন।

গত দুই বছরে এই পথে শত শত মানুষের মৃত্যু হয়েছে।

গত এক দশকে অন্তত ২ হাজার ৮২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে ৬৯৩ জনের ডুবে মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

আইওএম জানায়, ইয়েমেনে বর্তমানে প্রায় ৩ লাখ ৮০ হাজার শরণার্থী ও অভিবাসী অবস্থান করছেন। সীমিত মানবিক সহায়তা ও অতিরিক্ত যাত্রী বোঝাই নৌযাত্রার কারণে প্রাণহানির ঝুঁকি বেড়েই চলেছে।