সিংড়ায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজাসহ মো. শাহেদ আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টায় সিংড়া উপজেলার সোনাপুর গ্রামের কৃষ্ণচূড়া মোড় এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁদাবাজি নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাহিনী
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সোনাপুর গ্রামে গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে র্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অভিযান চালিয়ে শাহেদ আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শাহেদ আলী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরপোষাবাড়ীর মৃত কছিমুদ্দিন শেখের ছেলে। বর্তমানে তিনি সিংড়ার সোনাপুর গ্রামে বসবাস করেন।
আরও পড়ুন: আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ
শাহেদ আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নাটোর জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত শাহেদ আলীর বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।